খামচানো কালপৃষ্ঠা
কী ভাবে যৌবন ফিরে পাওয়া যায়
মলয় রায়চৌধুরী
উত্তরপ্রদেশের নেপাল সীমান্তের, পাহাড়ি জঙ্গলঘেঁষা গ্রামগুলোয় ক্ষেত্রসমীক্ষা করতে গিয়েছিলুম, আমার সঙ্গে সহায়ক হিসেবে পশুচিকিৎসক অফিসার, তেলেগুভাষী, ডক্টর রাজাইয়া । ভারত সেবাশ্রম সংঘ আর কোনও একজন রাজনৈতিক নেতা কেন্দ্র সরকারকে অনুরোধ করেছিল এই ধরণের একটি ক্ষেত্রসমীক্ষা করাবার জন্য । আমাদের কাজ ছিল খাঁটি ভারতীয় গোরু বলে কিছু আর অবশিষ্ট আছে কি না তা খুঁজে বের করা । তাঁদের বক্তব্য ছিল যে সারা ভারতবর্ষ ছেয়ে গেছে সংকর জাতের গাইগোরুতে । ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোরুগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো নিউ জারসি বা হলস্টিন ফ্রিজিয়ান । বাজারের বিশ্বায়নের বহু আগে থাকতে গৃহপালিত জানোয়ারের বিশ্বায়ন হয়ে চলেছে । হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যন্ড মলিকিউলার বায়লজি সংস্হার বিজ্ঞানীরা ভারতবর্ষের সবরকম গোরুর জিন মানচিত্র তৈরি করছিলেন সেসময়ে । তাঁরা জানতে চাইছিলেন কোন-কোন গোরু সবচে বেশি দুধ দেবে, মাংস দেবে আর খাটুনির বলদ দেবে । আমাদের অনুসন্ধান ছিল একেবারে আলাদা । গোমাতা নামে কি কোনও প্রাণী টিকে আছে, নাকি সবই হয়ে গেছে কাউমাম্মি ?
মুম্বাই থেকে বিমানে লখনউ, তারপর অ্যামবাসাডর গাড়িতে পিলিভিত, তারপর বনানীর ভেতর দিয়ে যতদূর জিপগাড়িতে বসে ঘন জঙ্গলের গ্রামগুলোয় ঢোকা যায় । শেষে মৈলানিতে ক্যাম্প করে সোনারিপু, ধনগড়হি, কৈলাটি, চন্দনচৌকি । বেশির ভাগ জায়গায় রাতে ফেরা অসম্ভব বলে কোনো ধনী পাঞ্জাবির বা গ্রামপ্রধানের অতিথি হয়ে থেকে যেতে হয়েছিল । নেপালের জঙ্গলঘেঁষা গ্রামগুলোয়, দেশভাগের পর, পাঞ্জাবি শিখ আর পূর্বপাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের সাড়ে সাত একর করে জমি দেয়া হয়েছিল । বাঙালি পরিবারদের জমি বন্টনের সময়ে লক্ষ্য রাখা হয়নি যে পরিবারটি চাষি কি না । পাঞ্জাবিরা যারা জমি পেয়েছিল তারা, গুরুদ্বারা প্রবন্ধক কমিটির হস্তক্ষেপে, সবাই চাষি পরিবারের । ফলে বাঙালিরা জমি হস্তান্তর করে দিনমজুরে রূপান্তরিত । সেসব কথা পরে আরেকদিন ।
দুসপ্তাহের ঘোরাঘুরিতে আমরা খুঁজে পেয়েছিলুম জংলি গোরুর পাল, স্হানীয় উত্তরখণ্ডীদের সাহায্যে, যাদের গ্রামগুলো আরও ওপরে । হ্যাঁ, জংলি । শহরাঞ্চলের গাধার মাপের ছোটো-ছোটো গোরু । জঙ্গলে শত্রুর সঙ্গে লড়ার জন্যে সামনেমুখো ছুঁচালো শিং । খুর একটু বড়ো যাতে পাহাড়ের ঢাল বেয়ে ছুটে নামতে পারে । পাঞ্জাবি শিখরা গোটাকতককে ধরে দেখেছে এক-দেড় লিটারের বেশি দুধ দেয় না । বলদ বানিয়েও লাভ হয়নি ছোটোগতর বলে। খাবারের লোভ দেখিয়ে রাতের বেলায় পাঁচিল ঘেরা জায়গায় এক-একটা পালকে বন্দী করে বায়োগ্যাসের গোবর সংগ্রহ করে কেউ কেউ । তবে বিশুদ্ধ থাকতে পারবে কি না বলা যায় না। সমতল থেকে মারোয়াড়িদের ছাড়া ধর্মের ষাঁড় গন্ধ শুঁকতে-শুঁকতে উঠে এসেছে জঙ্গলে।
একদিন সকালে আমাদের ডাকতে এলেন বিডিও । বললেন, জলে ডুবে-মরা একটা বাঘের পোস্টমর্টেম করতে হবে, আর তার জন্য ডক্টর রাজাইয়াকে প্রয়োজন । জেলাসদর থেকে বন বিভাগ বা পশু বিভাগের পশুচিকিৎসক আসতে-আসতে দেড়-দুই দিন লেগে যাবে । জেলা শাসক বলেছেন ডক্টর রাজাইয়াকে দিয়ে করিয়া নিতে । আমরা গিয়ে দেখলুম, একটা বাঘিনী। স্হানীয় খালের দুধার সিমেন্ট বাঁধানো ; বাঘিনীটা জল খেতে গিয়ে পড়ে গিয়ে থাকবে । অনেক চেষ্টা করেও উঠতে পারেনি । জলে সাঁতরে কয়েকদিন টিকে ছিল । তারপর আর পারেনি ।
বাঘিনীটাকে, ডক্টর রাজাইয়ার নির্দেশমতো, চারজন লোক চার পা ধরে চিৎ করে শুইয়ে দিল। পাগুলো ধরে রইল পোস্টমর্টেমের সুবিধার জন্য । বুকের ওপর স্তনের সারি; রাজাইয়া বলল, দেখছেন তো, বাঘিনীও আমাদের সেক্স অ্যাপিল দিতে পারে। ( আমার 'অপ্রকাশিত ছোটগল্প' বইতে বাঘিনীর সঙ্গে সেক্স নিয়ে গল্প আছে ) । ক্রমশ ভিড় বাড়তে লাগল, স্হানীয় পাহাড়িদের ভিড় । তাদের সকলের হাতে পাত্র । বিডিও বলল, এরা বাঘের সবকিছু খায়, রক্তও । শুকিয়ে নেপালে পাচারও হয় । নেপাল থেকে চিনে । ভালো দাম পাবে ।
কাটাকুটি শুরু হতে, কুড়ি-পঁচিশ বছরের একজন পাহাড়ি যুবক আমাকে এসে বলল যে, হুজুর, আমাকে দুটো স্তনের বোঁটা দেবেন । সবাই আমাকেই খাতির করছে দেখে ভেবে থাকবে আমিই বাঘিনীর লাশের মালিক । আমার কোঁচকানো ভুরুর দিকে তাকিয়ে যুবকটি বলল, আমার একজন বউয়ের পঞ্চাশ বছর বয়স হল ; ওর মাহওয়ারি আর হয় না । ওদুটো খেলে আবার ওর বাচ্চা হবে , জোয়ান হয়ে উঠবে । বিডিওর দিকে তাকাতে, বিডিও বলল, স্যার স্হানীয়দের মধ্যে এখনও একাধিক স্বামী বা একাধিক স্ত্রীর প্রথা বজায় আছে ।
স্তম্ভিত বলতে যা বোঝায়, তাই হলুম । বাঘিনির মাইয়ের বোঁটা খেয়ে আবার মেন্সটুরেশান শুরু হবে, যৌবন ফিরবে !
1 comments:
মলয়দাকে কুর্নিশ।
একটি মন্তব্য পোস্ট করুন