দুটি কবিতা প্রণব বসুরায়
 
ভ্রমে- অভ্রমে
   
সঙ্গে আছি 
              অন্দরে নেই
               দুয়ার খুলে রেখে...
 ভ্রমের তালে
             মাতন-নাচন
                   পদ্ম-পরাগ মেখে...
 
 
অর্কপ্রভ   
(মধুরার জন্যে) 
ওষ্ঠে প্রণয়ের দাগ,  ... যে তাকে
 নিষিদ্ধ বা অবৈধ বলেছে,
 সেই মূর্খ এখনও জানেনি
 প্রেম এক অর্কপ্রভ ...
 #
সে কোন অনুমোদনের অপেক্ষা করে না 
 
 
bloger শিল্পসজ্জা খুব সুন্দর । সুদক্ষ কবিদের নিয়ে এগিয়ে চলুক এটি
উত্তরমুছুন