পাখি ও পাগল
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়
ফিরে আয় পাখি তুই, ফিরে আয় আমার জীবনে
বেনাম বাতাসে আয় অনামিকা, উড়োচিঠি প্রেমে
দিবাস্বপ্নে হাঁটিহাঁটি সিঁধেল চোরের মত এসে
পাখি তোর ছাই থেকে উঠে আসছে কল্পতরু সাজ
দানোর প্রদীপ হয়ে পাগল পিলসুজে ফের আজ।
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়
ফিরে আয় পাখি তুই, ফিরে আয় আমার জীবনে
 যেমন ফিরিয়া আসে মাতালের চৈতন্য, সকালে 
 যেমন মায়ের শিশু জন্ম নিলে বুকে আসে দুধ 
 ছোয়াঁচে বসন্ত চাঁদ গুটি দাও আমার কপালে। 
বেনাম বাতাসে আয় অনামিকা, উড়োচিঠি প্রেমে
 ধ্রুবতারা হয়ে এক দিশাহারা নাবিকের চোখে 
 শিমুল তুলোর মত চিরচেনা ফাগুন উড়ানে 
 মিলনআঁচড় হয়ে ফেরো তৃপ্ত প্রেমিকার নখে। 
দিবাস্বপ্নে হাঁটিহাঁটি সিঁধেল চোরের মত এসে
 চোখ-গ্যালো পাখির মত আঁখি থেকে চুরি করে ঘুম 
 কামনা ভ্রমর ঠোঁটে নিষেকের নিশিডাক ডাকো 
 কাছে টানো, গর্ভময়ী, অক্ষরের আকাশকুসুম। 
পাখি তোর ছাই থেকে উঠে আসছে কল্পতরু সাজ
দানোর প্রদীপ হয়ে পাগল পিলসুজে ফের আজ।







খুব ভালো লাগল...
উত্তরমুছুন