শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - মৃণালকান্তি দাশ

বিজ্ঞাপন
মৃণালকান্তি দাশ

 
তোমার জেগে ওঠার রহস্য নিয়ে
আমি কোনদিন গল্প লিখিনি -
অন্ধ ইতিহাসের পাতায়
ভ্রমণপাগল শিক্ষার্থীর মতো
খুঁজে গেছি কিছু সার্থক শব্দ,
অপিনিহিতি- অভিশ্রুতির জঙ্গলে
কেঁপে উঠেছে এক মরণবিজয়ী রাক্ষসের ঘরবাড়ি ।
#
মরা আলোয় এখন স্পষ্ট হয়ে উঠছে
ঝুমঝুমির মাঠ, বেনেবউয়ের প্রণয়পর্ব,
পিতল রঙের ধানের শীষে
পিঁপড়ের উত্থান দেখতে- দেখতে
হারিয়ে যাচ্ছে গ্রামে ফেরার পথ
#
রহস্য নিয়ে দু- চার কথা লিখি
বা না লিখি,
গোক্ষুর ধুলোয় তোমার পায়ের লেখা পড়ে
একদিন ঠিক পৌঁছে যাবো সেই নদীটির কাছে,
যেখানে এক চৈত্র সন্ধ্যায় তোমাকে
শেষ দেখা গিয়েছিল ।
#
বিজ্ঞাপনের হাতছানি থেকে তুমি তো
চিরকালই দূরে থাকতে ভালোবাসো ।