একটি কবিতা
সঞ্জয় ঋষি
ধান পেকে পড়ে যাওয়া
                 সময়ের মতন কান্না !
                 কার বুকে মুখ বুজে কান্না করি ?
                 কে করবে আদর ? 
আমার সন্মুখের দরজা ঠেলে হাওয়া ঢুকছে
                 আমার পেছনের দরজা ঠেলে হাওয়া ঢুকছে ... 
বিষাদ কতদূর বয়ে নিয়ে যাবে,মুহূর্ত
চারিদিতে ছন্নছাড়া এক অদ্ভুত জীব ।
                জীবনের ফসল চাষ করি,সাদা কাগজের মাঠে 
ক্রংকিট দেওয়াল ক্রমশ ঢুকে পড়ছে
                মফস্বল থেকে গ্রামের দিকে ... 






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন