দুঃখবিলাস
হীরক মুখোপাধ্যায়
খুব ইচ্ছে করে আরেকবার ভাঙ্গতে
মিহিমিহি হয়ে ছড়িয়ে পড়ুক যত আমি
যদিও জানা আছে সাঁঝের প্রদীপ কিভাবে কালো করে অলিন্দের নিশ্চিত
তবু ইচ্ছে করে নিজেকে টুকরো'টুকরো করে ছড়িয়ে দিয়ে আবহ হই
দেখতে চাই, একেকটা গুঁড়োজল পাখির বাসা আঁকতে পারে কিনা
খুব ইচ্ছে করে ভাঙ্গতে বৃত্তের বসতি
অনিয়ন্ত্রণের আকাশ চোখগুলো আলগা'আলগা পালক হয়ে ভাসবে
আরেকটা নেকু-পুশু-মেনু মেলাঙ্কলি
পিয়ানোর বোতামে আদিখ্যেতার ছোঁয়া
কি এসে যায় আরেকটা কাব্যিক অনাসৃষ্টিতে
জানলার রোদ্দুর আত্মসাতের গল্পে ও'রম অনেক টুইস্ট থাকেই
হীরক মুখোপাধ্যায়
খুব ইচ্ছে করে আরেকবার ভাঙ্গতে
মিহিমিহি হয়ে ছড়িয়ে পড়ুক যত আমি
যদিও জানা আছে সাঁঝের প্রদীপ কিভাবে কালো করে অলিন্দের নিশ্চিত
তবু ইচ্ছে করে নিজেকে টুকরো'টুকরো করে ছড়িয়ে দিয়ে আবহ হই
দেখতে চাই, একেকটা গুঁড়োজল পাখির বাসা আঁকতে পারে কিনা
খুব ইচ্ছে করে ভাঙ্গতে বৃত্তের বসতি
অনিয়ন্ত্রণের আকাশ চোখগুলো আলগা'আলগা পালক হয়ে ভাসবে
আরেকটা নেকু-পুশু-মেনু মেলাঙ্কলি
পিয়ানোর বোতামে আদিখ্যেতার ছোঁয়া
কি এসে যায় আরেকটা কাব্যিক অনাসৃষ্টিতে
জানলার রোদ্দুর আত্মসাতের গল্পে ও'রম অনেক টুইস্ট থাকেই
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন