বৃহস্পতিবার, মে ০২, ২০১৩
  কবিতা
 
পা ময় কুকুর 
কচি রেজা
 
যখন-ই দেখি ধসে যেতে শুরু করে 
যেন বরফ ধাওয়া করেছে
 শ্লেজ টেনে হাঁপাতে হাঁপাতে
 'পা ময় কুকুর, 
অন্ধ তর্জনী্ ক্ষোভে কামড়ে দিচ্ছে
 চিৎকার,
 মাথার কোকিল, 
কতদিন মানুষ হয়ে ও দেখি,
 দুলে যাচ্ছে জ্বর,
 তোমাকে কী বলেছি কখনও, আদরটি রাখো,
 খ্যাতিমান হোক, 
ফুরিয়ে যাচ্ছি, যখন
 'পা ময় আয়না। 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
onobodyo
উত্তরমুছুন