বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - ইসফ়ানদিয়র আরিওন

সন্ধ্যার গ্লানি
ইসফ়ানদিয়র আরিওন



মাঠভরা একাকিত্বের মাঝে বাজছে তোমার স্মৃতিনির্বাপক বাঁশরি স্তব্ধ দীঘির উপরিতলের সুঠাম নীরবতা ঠোঁটে করে মেঘহও মাছরাঙা এক উড়ে চলে গেছে ফিরোজা মনোমালিন্যের শহরে এই প্রাণের অভিলাষ এই কোলাহল এই বিতৃষ্ণ জীবন সব ছেড়ে দিগন্ত দুয়ারে দাঁড়াই পড়ন্ত বিকেলের গগনবিহারী গঙ্গাফড়িঙের মতো একাকিত্বের হালকা ডানায় আমিও সন্ধ্যা পেরুই জানালায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণবালা তার হাতে জাসমিনের জাদুকরি মলাট চিকণ করুণ আবাধ্য অলকের হাতছানি মাঝে মাঝে করুণ জীবন লাগি কসবীদের শরীরে শরীরে প্রতারণার আরাধনা



কত দিন ধরে সন্ধ্যা দেখি না তামাকপোড়া তামাটে সন্ধ্যা অথচ এই উপসাগরীয় বায়ুর আবদারে ঢিলেঢালা পোশাকে ভিজে একসার ভেতর-বাইরের সব গঙ্গাফড়িঙ সন্ধ্যা... কিবলামুখী পরশ্রীকাতর সন্ধ্যা... সন্ধ্যা... গোধুলির তলপেট থেকে জন্ম নেওয়া আরেক অনুভূতি মাঝে মাঝে মনে হয় সন্ধ্যা আমারই মতো আশাহত প্রেতাত্মা কোনও যে শেষ বিকেলের আবেগ নিভে গেলে একাকিত্বের এই কানাগলি ধরে প্রত্যহ হেঁটে চলে যায় বাতাসা রঙের ছোপ ছোপ কষ্ট ছড়াতে ছড়াতে সন্ধ্যা... গামগীন যে সন্ধ্যা... রহস্যের যে সন্ধ্যা... আমাকে কতকাল কত মানুষের কথা শুনিয়েছে অথচ আমি তো চাই নি মানুষ হয়ে পক্ষে পক্ষে শিকস্তা চাঁদের মতো ক্ষয়ে যেতে