বৃষ্টি ভেজা সুদীপ্তা ব্রহ্ম 
 গদ্যময় জীবনের কাব্য 
এই বৃষ্টি ভেজা দিনগুলি 
আকাশে বাতাসে ভেসে বাড়ায় 
বৃষ্টি ছোঁয়া সোঁদা মাটির গন্ধ 
হাহাকার কারা ভূ-যুবতী 
জেনো পূর্ণতা পেয়ে সম্পূর্ণ হয়ে ওঠে 
চারিদিকে ঝলমল করে নতুনের আভাস 
যেন পরিপূর্ণতায় উছলে পড়েছে সুখ 
এ পৃথিবীর বুকে।  
 
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন