জোকার স্ট্রিট
সম্পর্ক মণ্ডল
এ শহর থেকে অন্য শহরে যেতে
চোখে পড়ে বিষণ্ণ জোকার স্ট্রিট
একরাশ ব্ল্যাক আউট শহরের ফাঁকে
উড়ন্ত কিছু জিরাফের সারি;
বিকেল জুড়ে কাফেটেরিয়ার আগুনে বসে
আমি আর সমস্ত জিরাফ কবি
নিজেদের জুতো চিবিয়ে খায়
খায় আর অতল গ্লাসে ডুবে
মাংসময় আগুন ঝড়ায় ।
এ শহর থেকে অন্য শহরে যেতে
চোখে পড়ে কবিতাভর্তি বাস
জোকার স্ট্রিটের অসুস্থ জিরাফেরা
গ্রীবা উঁচু দেহে রমণ করে সমস্ত দৃশ্যগুলি ।
এ শহর থেকে অন্য শহরে যেতে
চোখে পড়ে বিষণ্ণ জোকার স্ট্রিট
একরাশ ব্ল্যাক আউট শহরের ফাঁকে
উড়ন্ত কিছু জিরাফের সারি;
বিকেল জুড়ে কাফেটেরিয়ার আগুনে বসে
আমি আর সমস্ত জিরাফ কবি
নিজেদের জুতো চিবিয়ে খায়
খায় আর অতল গ্লাসে ডুবে
মাংসময় আগুন ঝড়ায় ।
এ শহর থেকে অন্য শহরে যেতে
চোখে পড়ে কবিতাভর্তি বাস
জোকার স্ট্রিটের অসুস্থ জিরাফেরা
গ্রীবা উঁচু দেহে রমণ করে সমস্ত দৃশ্যগুলি ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন