মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

এবার বৃক্ষ হব
মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর


মশাল গোপন রাখে গুহার আঁধার
নিভে গেলে হয়ে যায় নিকষ কালো
কানামাছি মোহ ভালোবাসা।

ভুলে ছিলাম সবকিছু
প্রতারক প্রজাপতি দেখায় মুদ্রা
উল্টোপিঠে নকশাকাটা সিফিলিস।

বৃক্ষেরাই পারে কেবল-
অক্লেশে শুষে নিয়ে বিষবায়ু
সবুজপাতা করে যায় নির্মল হাওয়া।

এবার আমি বৃক্ষ হব
প্রেমবোধে শুষে নেব সবটুকু ঘৃণা
আমৃত্যু শুধুই যাব ভালবেসে।

1 comments:

Shahab Ahmed বলেছেন...

কাব্বতা ঃঃ আর খেপো না এবার ক্ষেপাবে "শারদীয়া ক্ষেপচুরিয়ানস্‌ ই-ম্যাগাজিন"

শুনছো গো, হুগলী' হতে শারদীয়া উপলক্ষে আমার একটা কবিতা বেরিয়েছে, সাড়ে ১৮ বছর পর, ঐ যেটা আমি তোমাকে নিয়ে লিখেছিলাম সেই ১৮-১৯শে ফেব্রু' ১৯৯৫, শেরশাহ, চট্রগ্রামে + শুধু মিশ্রিত হয়েছে খাঞ্জুরাও এখন ।

আর লজ্জা ভাঙ্গাভাঙ্গি , নাজ্ঞানাজ্ঞি করে কি হবে ... জীবনে তোমায় যদি পেলাম না ।

!!~!~!! স্ব-শ'ব