বড় ভালো হতো
সুমিত রঞ্জন দাস
কোন একদিন দুপুর হবো
গ্রীষ্মের যাবতীয় দস্তাবেজ নিয়ে;
একটা মাছরাঙা দুটো বক
অন্তহীন অপেক্ষায় ডুব দিয়ে
নিলাম করবে আমার শীর্ণদেহ,
বিগত দিনের ভাসমান বুদবুদ
আমার পিপাসার্ত হৃৎপিন্ড
নীলাম হবে সব
একে একে
তার ক্ষনজন্মা চোখে;
তখনো ভাববো -
বিকেলের দিকে গড়িয়ে যাবার আগে
মানব জীবনের আদ্যোপান্ত বুঝি অনেক বাকি;
বরং রাত বাড়ার আগে আরও কিছুটা সময়
তাকে কাছে পেলে বেশ ভালো হতো।
সুমিত রঞ্জন দাস
কোন একদিন দুপুর হবো
গ্রীষ্মের যাবতীয় দস্তাবেজ নিয়ে;
একটা মাছরাঙা দুটো বক
অন্তহীন অপেক্ষায় ডুব দিয়ে
নিলাম করবে আমার শীর্ণদেহ,
বিগত দিনের ভাসমান বুদবুদ
আমার পিপাসার্ত হৃৎপিন্ড
নীলাম হবে সব
একে একে
তার ক্ষনজন্মা চোখে;
তখনো ভাববো -
বিকেলের দিকে গড়িয়ে যাবার আগে
মানব জীবনের আদ্যোপান্ত বুঝি অনেক বাকি;
বরং রাত বাড়ার আগে আরও কিছুটা সময়
তাকে কাছে পেলে বেশ ভালো হতো।
2 comments:
মানব জীবনের আদ্যোপান্ত বুঝি অনেক বাকি;
বরং রাত বাড়ার আগে আরও কিছুটা সময়
তাকে কাছে পেলে বেশ ভালো হতো।
বেশ ভালো লাগলো
একটি মন্তব্য পোস্ট করুন