জন্মমাসের পদাবলি - ১০
শৌনক দত্ত তনু
তোমার নিয়ন আলোর শহর
টাওয়ারে ঝুলে থাকা ঘড়ি
পাতাবাহারে ছাওয়া ডিভাইডার
চাকায় চাকায় ছুটছে গন্তব্যহীন
বিলবোর্ডের রমনী মনে করিয়ে দেয়
আমি স্নানহীন বহুকাল
বহুকাল আমি মৃত রাজহাঁস
শক্ত হৃদয়ের হলাহলে
কমলির সরলতা
তোমার শহরে তোমাকেই
বলা হয়না
যে বদলায় সে একাই পাল্টায় আর
নিয়তি বড় হতে থাকে
ঝড়ের লবণ মেখে রোজ...।
তোমার নিয়ন আলোর শহর
টাওয়ারে ঝুলে থাকা ঘড়ি
পাতাবাহারে ছাওয়া ডিভাইডার
চাকায় চাকায় ছুটছে গন্তব্যহীন
বিলবোর্ডের রমনী মনে করিয়ে দেয়
আমি স্নানহীন বহুকাল
বহুকাল আমি মৃত রাজহাঁস
শক্ত হৃদয়ের হলাহলে
কমলির সরলতা
তোমার শহরে তোমাকেই
বলা হয়না
যে বদলায় সে একাই পাল্টায় আর
নিয়তি বড় হতে থাকে
ঝড়ের লবণ মেখে রোজ...।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন