মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

মিলন চ্যাটার্জী


কবিতা 

১.
আজ সকালে আকাশ ঢেকে ছিল মেঘে । ইলশেগুঁড়ি বৃষ্টিতে ছাদে দাঁড়িয়ে দেখলাম
আমার শৈশবের আনন্দ একটা খোঁড়া শালিকের সঙ্গে খেলা করছে।
এলোমেলো হাওয়া খুশিতে লুটোপুটি খাচ্ছে ।
নিশ্চল হয়ে দেখলাম আমার খুশি হারিয়ে যাচ্ছে চিরকালের মতো

২.
গাব গাছে পা ঝুলিয়ে বসেছিল একটা বোকা প্রেত
গাছের তলায় চলছিলো প্রেমালাপ ।
পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !
#
জাতিস্মর প্রেত এখন কবিতা লেখে ।



9 comments:

Arpita Dasgupta বলেছেন...

দারুন ভাবনা বন্ধু মিলন

KRUCIAL বলেছেন...

উনফ্‌ হুহম্‌ 'জাতিস্মর প্রেত এখন কবিতা লেখে ।' এই লাইনটা আবার কেনো দিলি ? ছেড়ে দিতে পারলি না ? ধুর,কনডেন্সড হোলো না

prolay mukherjee বলেছেন...

"গাব গাছে পা ঝুলিয়ে বসেছিল একটা বোকা প্রেত
গাছের তলায় চলছিলো প্রেমালাপ ।
পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !"


দ্রুত দ্রুত নতুন ভাবনার জন্মান্তর! অমোঘ কথা লিখেছিস ভাই মিলন।
জবরদস্ত

milan বলেছেন...

কবিতা শব্দটা আসলে প্রেতযোনি প্রাপ্ত হয়েছে । তাই :P

Preetha Roy Chowdhury বলেছেন...

বলার অপেক্ষা রাখে না যে অসাধারণ লিখেছিস...

Banibrata বলেছেন...

ভালো লাগল রে! কেমন মোহিত হয়ে পড়লাম। হারিয়ে গেলাম...

Ulka বলেছেন...

"পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !"
এটা শেষ লাইন হোলে খাসা হত।যাই হোক ভাল লাগল প্রেতের কবিতা।

milan বলেছেন...

'দিল হুম হুম করে'

prolay mukherjee বলেছেন...

milon darun darun