শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

কচি রেজা


রেড ক্রশ ট্রেন


ওই কশাক কি আমার প্রেমিক,
ওই কশাক কেন আমার প্রেমিক!
উপনিবেশী পুরনো শহরে এরা কারা ? জুতো পরা গাছগুলো
বহু আগেই ইস্ত্রি করা
বারবার সিগন্যালে শুয়ে পড়ছে ব্যান্ডেজ
ওরা কি বেশ্যা ?

রেডক্রশ ট্রেনটা খুঁজছে ধংসস্তূপ
লাল ফ্রেম সাপোর্ট দিচ্ছে তুমুল
ওবামাকেও দিচ্ছে,
কিছু পলিকোর সামনে হালকা রঙ গেলাস
তৃতীয় বিশ্বের জন্য কামানের সারি,

কি করা উচিৎ কি করা উচিৎ
বন্দিনী তাকায় বন্দীর দিকে,
প্রাপ্য দুঃখ এত বেশি?
ক্রুশের মন তাই খারাপ,

আবহাওয়ার কারণে জাঁকজমক করা যায়নি
অপেক্ষার পেছনে তরুন ছায়াটি দাঁড়িয়ে থাকে স্টেশনে,
টেলিগ্রাম করে জানিয়ে দাও, বিদায় সম্ভাষণে কেন এত কাদা


কামরাঙাগুলো ঘোড়ায় করে কোথায় যায়
শ্লিপ নাম্বার ওয়ানে ঘুমুচ্ছে কুমীর

2 comments:

milan বলেছেন...

"আবহাওয়ার কারণে জাঁকজমক করা যায়নি
অপেক্ষার পেছনে তরুন ছায়াটি দাঁড়িয়ে থাকে স্টেশনে"
দারুন, দিদি।

Abdullah Al Jamil বলেছেন...

ভালো লাগলো বন্ধু!!!