আমাদের পালাবার ইচ্ছে, কোলাজ ইচ্ছেগুলো
ভিজেছিল পরবের দিনে
মাথা নিচু করে বসা গাছগুলো সাজদা করেছিল আড়াই অক্ষর...
একদিন ছাতার তলায় গোটা এসপ্ল্যানেড ডেনিম গুটিয়ে
হাঁটু জলে ছপছপ উইন্ডোশপিং
আর কাঁচে জ্যোৎস্না প্রান্তর...
একদিন দক্ষিণেস্বরের সিঁড়িতে কিছু পুরুষালী কান্না
মেয়েলি কোল থেকে ঝরতে ঝরতে চমকেছিল
দু’কদম হাঁটলে আজও সেই জল,গঙ্গা ছলকায়...
দু-একটা কাশফুল চুলে উঁকি মারে আজ
তোরও কিছু অন্ধকার ঘেঁটে দেয়
স্বার্থপর বড়ো হওয়া দিন
চেয়ে দেখ , গোটা রাস্তা ভিজে পড়ে আছে
তোর কিছু জলছাপ খুঁজে পাওয়া বাকি
আমি জল সামলে চলি বিজনের দিকে
সেপিয়া থেকে কোলাজ কোলাজ ছিটকে লাগে স্কার্টে।
2 comments:
বেশ......
আমি আগে পড়িনি তোর কবিতা । প্রথম পড়লুম আর সন্মোহিত হলুম।
ভালো থাকিস ।
মলয়দা
একটি মন্তব্য পোস্ট করুন