শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অনিন্দ্য


রূপদান

রূপকারের অলঙ্করণ রূপদানে
পানপাত্রে ছলকে ওঠে
অভিরুচির বার্ধক্য
ধোঁয়ায় ছাওয়া শহুরে পিছুটানে
পড়ে থাকে স্বপ্নের
খেল-বৃত্তান্ত
নুয়ে পড়া জনপদে
পদপাদ্য জীবন
পাঠ্যের নাম মৃত্যু
মৃত্যুর কোনো সারাংশ
লেখা ছিল না জীবন-বেদীতে
হয়তো বা,
বেদীতে কেটে যাওয়া জীবন
সারাংশে সীমাবদ্ধ হতে চেয়ে
মৃত্যু চায় না আজও