শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

আহমেদ মুনীর


তাই দাও

স্ট্রিট নিয়ন লাইটের কী বিষন্ন নয়ন
বিচ্ছুরিত রশ্মিতে ঝরে অশ্রু নিশাজল
পরকালে চলে নদী ঝরনা নির্ঝর
চাঁদ জোছনার কোমল হাত নরম রোদ
হিমাঙ্ক বাতাস ছুঁয়ে দেখে উদোম শরীর
বিদীর্ণ হৃদয়
বৃক্ষ পত্র পল্লবে মর্মরে মহাকাল
অনন্ত সঙ্গীত
কুয়াশায় আটকানো অদূর দিগন্ত
মহাকাশের ছায়ায় স্বপ্নাবিষ্ট নীল
নক্ষত্রলোকে বিদায়ী বিস্ফোরণ
ফিসফিসাঁনি অব্যর্থ কণ্ঠস্বর
অভিসরণে অসকৃৎ রোদন
অবিশ্বাসে নিঃশ্বাসের দোলা
ক্লান্ত  জীবনে নিরুদ্দিষ্ট কথন
আশ্বাসে আটকে থাকা বিষবাষ্প
সুখ সমীরণ

রক্তজাত মোহে দেখি তোমার চুম্বন
প্রলুব্ধ বিকীরণ মহাসম্প্রসারণ
ভালোবাসার অন্তরালে যদি থাকে সুখ
তাই দাও
ক্লোরোফিল অম্লজান আর জৈব অজৈব
বর্ণালী বিভূতি সমীকরণ