তীব্রতা
ভীষণ অন্ধকার হয়ে আসছে পৃথিবীটা
চোখে ভাসছে কালো, খয়েরি, নীল রঙ
খুব অপরিচিত।
আবার তীব্রতা পৌঁছুলে দেখি
হলুদ, রক্তাক্তলাল ঘুর্ণায়মান বিন্দু।
আহ্! আলো নিভিয়ে দাও
কথা বলো না কেউ
কোনো আওয়াজ না
একদম পিন পতন নীরবতা চাই।
নাভিশ্বাস উঠে আসে তীব্র যন্ত্রণায়
মনে হয় এর থেকে মৃত্যু অনেক সহজ।
আহ্! থামো, ওখানেদাঁড়াও।
কাছে এসোনা, জানতেচেওনা কী হচ্ছে।
কেউ আমাকে স্পর্শ করোনা
বড্ড নরম হয়ে আছি।
এ মুহুর্তে আমি যেতে চাই ঘুম পাহাড়ে
ভুলব এ পৃথিবীর সমস্তটাই -
দেনা পাওনার গল্প।
ডেকো না আমায়।
দীপ নিভে আসা ভীষণ জরুরি সময়ে
আজ নিজ ভূমে পরবাসী হতে চাই,
আলো আর শব্দের গলা টিপে ধর,
নিস্তব্ধতাদের হোক আয়োজন।
ভীষণ অন্ধকার হয়ে আসছে পৃথিবীটা
চোখে ভাসছে কালো, খয়েরি, নীল রঙ
খুব অপরিচিত।
আবার তীব্রতা পৌঁছুলে দেখি
হলুদ, রক্তাক্তলাল ঘুর্ণায়মান বিন্দু।
আহ্! আলো নিভিয়ে দাও
কথা বলো না কেউ
কোনো আওয়াজ না
একদম পিন পতন নীরবতা চাই।
নাভিশ্বাস উঠে আসে তীব্র যন্ত্রণায়
মনে হয় এর থেকে মৃত্যু অনেক সহজ।
আহ্! থামো, ওখানেদাঁড়াও।
কাছে এসোনা, জানতেচেওনা কী হচ্ছে।
কেউ আমাকে স্পর্শ করোনা
বড্ড নরম হয়ে আছি।
এ মুহুর্তে আমি যেতে চাই ঘুম পাহাড়ে
ভুলব এ পৃথিবীর সমস্তটাই -
দেনা পাওনার গল্প।
ডেকো না আমায়।
দীপ নিভে আসা ভীষণ জরুরি সময়ে
আজ নিজ ভূমে পরবাসী হতে চাই,
আলো আর শব্দের গলা টিপে ধর,
নিস্তব্ধতাদের হোক আয়োজন।
2 comments:
ভালো লাগলো , শুভেচ্ছা।
Apnader dhonnobad :)
একটি মন্তব্য পোস্ট করুন