শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - আকাশলীনা অন্তহীন অপেক্ষায়

আলো ও আঁধারি আকাশলীনা অন্তহীন অপেক্ষায়


কমলেশ্বরী, কুজ্‌ঝটিকা কোলে ,

লাল সিঁদুরের রঙিন সূর্য তোলে ।।


সিক্ত শাড়ী শরীর জড়িয়ে ধরে ,

শুষ্ক ঠোঁটে ম্রিয়মান সোনা ঝরে ,
মেঘলা আকাশ একলা পড়ে ঘরে ,
দুহাত দিয়ে ভোরের দরজা খোলে ।

কখনো ছড়ায় পাগলাঝোরার কোণে ,

কখনো আবার নতুন গল্প বোনে ,
ছন্নছাড়া শব্দ মাত্রা গোনে ,
দিনের শেষের দিগন্তিকার বোলে ।

মহুয়া বনে মাদল বাজায় দূরে ,

শাল পিয়াল আর কোপাই ছাপানো সুরে ,
অভিমানের দেওয়াল ভেঙে চুরে ,
তোমার চোখে বিশ্ব ভুবন দোলে ।

তারও পরে ছুটে যাওয়া ঐ পথে ,

হঠাৎ দেখা সংযমী মনোরথে ,
বাঁধা ধরা নিয়ম মাফিক গথে ,
রাই কিশোরী প্রেমের কষ্ট ভোলে ।

কমলেশ্বরী , ছাই হয়েছে জ্বলে ,

মন পুড়িয়ে সিঁদুরে সূর্য তোলে ,
দুহাত দিয়ে ভোরের দরজা খোলে ।
তিলোত্তমা ভাসিয়ে কল্লোলে ।।