গুচ্ছ কবিতা - শঙ্খশুভ্র দে বিশ্বাস
অভিমান
জলে নামতেই
তোমার ছায়া ছড়িয়ে পড়ল ....
বহু সাঁতরেও ধরতে পারিনি তাদের
...অথচ আমার ছায়ায়
নিজেকে
লুকিয়ে রাখো তুমি !
যতবার পিছন ফিরে
তোমাকে ধরতে গেছি
তুমিও পিছন ফিরেছ .......
বৃন্ত
নির্জন বৃন্তেই
লুকিয়ে রয়েছে কোলাহল ...
বৃন্ত ছুঁয়ে
স্থবির সেজে থাকা যায় না তাই...
জন্মদিন
আমার জন্মদিন
বৃষ্টিতে ধুয়ে গেছে ....
ধূ ধূ ক্যালেন্ডারে
এখন
ফরিঙ ধরতে আসে
অবলা কিশোরের দল
অভিমান
জলে নামতেই
তোমার ছায়া ছড়িয়ে পড়ল ....
বহু সাঁতরেও ধরতে পারিনি তাদের
...অথচ আমার ছায়ায়
নিজেকে
লুকিয়ে রাখো তুমি !
যতবার পিছন ফিরে
তোমাকে ধরতে গেছি
তুমিও পিছন ফিরেছ .......
বৃন্ত
নির্জন বৃন্তেই
লুকিয়ে রয়েছে কোলাহল ...
বৃন্ত ছুঁয়ে
স্থবির সেজে থাকা যায় না তাই...
জন্মদিন
আমার জন্মদিন
বৃষ্টিতে ধুয়ে গেছে ....
ধূ ধূ ক্যালেন্ডারে
এখন
ফরিঙ ধরতে আসে
অবলা কিশোরের দল
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন