শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - বেলাল আহমেদ

কল্পদৃশ্যবেলাল আহমেদ


কথা ছিল কমল-বিধান জেনে আমিও ঢুকে যাব এই জলারণ্যে;

এতো নির্বাণ চায় কেন? তারাতো দূরত্বে-ধৃত ছিল না, যেন সীতাÑ
বিছিয়ে দিয়েছেন রামের তন্দ্রা প্রশমিত মায়াহরীণ-কালো কঙ্কাল।

এ দৃশ্য দেখার পরও ভ্রমণে মত দিয়েছি, শিবের ছাঁয়ার আদলে গড়াÑ
দেহে নিয়ে ত্রিভঙ্গভাব; কেন ছিল না সে-রাধিকা, লসলসে অন্ধকার
এক লটকে দিয়েছিলো সাদা গাঢ় কঁপালে গর্ভের আগুনফুল;

নির্বাণ মানেতো জানি, মাটির কলসের ভেতর অখন্ড জলের বাগান।