শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - উল্কা

ডিসকভারি
উল্কা


এসময়ে ঘরে কেউ আসেনা

তাই ছদ্মবেশ ধরি-
কচ্ছপ দেখতে ডিসকভারি চ্যানেলে যাই...

ইংলিশ চ্যানেলটা ঢাকা পড়ে থাকে তোশকের নিচে

পাখাওলা উড়ো যান ছুটে যায় মোটা রাস্তায়-

ফুঁটো চটা কাশ্মীরি শাল থেকে উড়ে গেছে মায়ের গরম

বেড়াল হাসছে দেখি হ য ব র ল –র পাতা থেকে!

আহ্লাদি পেট জারে ক্যালিফোর্নিয়া জেলি ফিস-

ক্লিপ হাতে ঝুলে থাকে প্রথম প্রেমের হট সুপ।
নীল দাঁতে লেগে গেছে হার্‌বি ভোরের এক্স ক্লু-
সিভ নল চেঁছে রাখা নেমপ্লেটে কুমীর কুঁড়েমি,
কিছু থাবা ফেলে গেছে শীতের আফ্রিকান সার্কাস।

ফিসফিস নিশপিশ তর্জমা গভীরতা ছুঁলে

স্নেয়ারের মাথা ভেঙে হাইহ্যাট জুড়ে ফেলা যাবে...