প্রসেনজিৎ দত্তের তিনটি কবিতা
।।ঘাস।।
বিশ্বাস করি না
কারণ পূর্বাভাস আমি মানি না;
যতদিন খেয়াল নেই
মহামারি কুরশিতে বসবে।
হোক না তা অলীক,
ভূয়সী চারণে তুমি-তুমি ঘাসের কাছে
বিছানা চাই
।। অপূরণ ।।
নামের অঙ্কে তুলনা সঙ্গম চায়।
সে এক অবৈধ রীতি,
ভূতকাল ঝেড়ে ঝেড়ে
বেগার খাটে তান্ত্রিক,
আমাদের অমাবস্যা পুরাণে পুরণ নেই তাই
।।নৈবেদ্য।।
যেতে পারিনি বহু বিকেল,
তোমার যাতায়াত জুড়ে সন্ধেকালে
কথা পায় দেবতারা
আর অশরীরী চাঁদমালা
ঘুম ঘুম মনসায় সাপ খোঁজে তখন
।।ঘাস।।
বিশ্বাস করি না
কারণ পূর্বাভাস আমি মানি না;
যতদিন খেয়াল নেই
মহামারি কুরশিতে বসবে।
হোক না তা অলীক,
ভূয়সী চারণে তুমি-তুমি ঘাসের কাছে
বিছানা চাই
।। অপূরণ ।।
নামের অঙ্কে তুলনা সঙ্গম চায়।
সে এক অবৈধ রীতি,
ভূতকাল ঝেড়ে ঝেড়ে
বেগার খাটে তান্ত্রিক,
আমাদের অমাবস্যা পুরাণে পুরণ নেই তাই
।।নৈবেদ্য।।
যেতে পারিনি বহু বিকেল,
তোমার যাতায়াত জুড়ে সন্ধেকালে
কথা পায় দেবতারা
আর অশরীরী চাঁদমালা
ঘুম ঘুম মনসায় সাপ খোঁজে তখন
2 comments:
ভালো লাগলো ভাই প্রসেন!
তিনটি কবিতাই খুব কম্প্যাক্ট হয়েছে,
"অতিলৌকিক চেতনাবাদ"এর ভূত চেপেছে কবিতায়... আবার যাগযজ্ঞি না করতে হয়... হা-হা-হা!!!
ভালো থেকো! :)
তোমার এই কমেন্ট আমি আজ দেখলাম বাণীদা। ভালো থেকো তুমিও।
একটি মন্তব্য পোস্ট করুন