শনিবার, ১৬ মার্চ, ২০১৩

কবিতা - বিদিশা সরকার

বৃত্তি
বিদিশা সরকার


নিহিত ছিল কি কোনো স্বপ্ন
সে দাঁড়ায় ছেনাল মুদ্রায়
আলো আঁধারির কাছে বহুগামী পথ এসে থামে
তখন নৌকার পাটাতনে
আধপোড়া সিগারেট গুঁজে দিলো
নিভে গেল ত্রিবলী আক্ষেপ
বেকসুর চাঁদ ব্রিজের ওপরে আধখানা
হত্যাদৃশ্য রক্তপাতহীন
ঈশ্বর তাদের কাছে বেনামী খদ্দের ।

3 comments:

Pranab BasuRay বলেছেন...

********
****************
****ঈশ্বর তাদের কাছে বেনামী খদ্দের ।
***********************
************

বিধান সাহা বলেছেন...

‘ঈশ্বর তাদের কাছে বেনামী খদ্দের।’

বাহ!!

saikat ghosh বলেছেন...

khub sundor...