শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

কবিতা - অজিত দাশ

অজিত দাশ
চৌকাঠ


প্রকাশ্যে উড়ছে
যাবতীয় ব্যথার অগ্রন্থিত অক্ষর
তোমাকে জানা আর না জানা অকথিত ভঙ্গিমা মাত্র

অথচ কোন গোপন দর্জা খুলে গেলে
আশ্চর্য কী সব দেনা পাওনা মিটিয়ে দেখি
যারা এঘরে ওঘরে জমিয়ে রাখে অভাবের ছিটেফোঁটা
তারাও আজকাল দিব্যি কিনে নিতে পারে
প্রকাশের শালীনতা

যেদিকে দুর্লভ প্রতিভা মেলে দিয়ে দাঁড়িয়ে থাকি
বিপন্ন চৌকাঠে লেগে থাকে মৃত্যু আর
মাতৃত্বের যন্ত্রকৌশল থেকে ভেসে আসে দুরত্বের অভিমান
যে দুরত্বে দাঁড়িয়ে থেকে হিম হয়ে আসে যাবতীয় মনস্তত্ব