ভালোবাসা; দূরপাল্লার মেঘ
হাসান মসফিক
নীল মেঘে ঢেকে যায় যদি
কোন পুরুষালী দুপুর,
একলা হয়ো না;
খোঁপায় কোন ঘাসফুল গুজে নিয়ে
ওই বারান্দায় এসো,
ঠিক মাথায় উপর যেখানে আকাশ ঘন;
মুখোমুখি দাঁড়িয়ে, দু’নদীর
বুকে চোখ রেখে যদি পারো বলতে
খুব ভালোবাসি, ভালোবাসি ......
শোনো, এভাবে আসো যদি-
দূরগামী কোন হাওয়া নয়, পেতে পারো
দু’ঠোঁটের ফাঁক দিয়ে বয়ে যাওয়া
রোমাঞ্চিত যমুনার দখল!
নির্মোহ নির্বাণ
চড়ুইগুলি এখনো সবাই যায়নি;
এদিকে ওদিকে এখনো পড়ে আছে
কিছু শ্লোগান,
বাবুই এসে নিয়ে যাচ্ছে কিছু
চারপাশ উত্তাপে জমিয়ে রাখার জন্য
এই বিরহী শীতে এর চে ভালো
অবলম্বন আর নেই কো!
না, চড়ুইগুলি এখনো সবাই যায়নি;
পাখা মেলে দিয়ে রোদে শুকিয়ে নিচ্ছে
দ্রুত সেরে তোলার আয়োজনে, দীর্ঘ ক্ষত
তাই আর যাওয়া হয়নি!
এইমাত্র, চড়ুইয়ের ঠোঁট থেকে কিছু গন্ধ নিয়ে গেল
নবীন বাবুইয়ের আগামীর মুখে দিতে,
আমিও এসেছিলাম এখানে, এক মুঠো আগুন নিতে!
নীল মেঘে ঢেকে যায় যদি
কোন পুরুষালী দুপুর,
একলা হয়ো না;
খোঁপায় কোন ঘাসফুল গুজে নিয়ে
ওই বারান্দায় এসো,
ঠিক মাথায় উপর যেখানে আকাশ ঘন;
মুখোমুখি দাঁড়িয়ে, দু’নদীর
বুকে চোখ রেখে যদি পারো বলতে
খুব ভালোবাসি, ভালোবাসি ......
শোনো, এভাবে আসো যদি-
দূরগামী কোন হাওয়া নয়, পেতে পারো
দু’ঠোঁটের ফাঁক দিয়ে বয়ে যাওয়া
রোমাঞ্চিত যমুনার দখল!
নির্মোহ নির্বাণ
চড়ুইগুলি এখনো সবাই যায়নি;
এদিকে ওদিকে এখনো পড়ে আছে
কিছু শ্লোগান,
বাবুই এসে নিয়ে যাচ্ছে কিছু
চারপাশ উত্তাপে জমিয়ে রাখার জন্য
এই বিরহী শীতে এর চে ভালো
অবলম্বন আর নেই কো!
না, চড়ুইগুলি এখনো সবাই যায়নি;
পাখা মেলে দিয়ে রোদে শুকিয়ে নিচ্ছে
দ্রুত সেরে তোলার আয়োজনে, দীর্ঘ ক্ষত
তাই আর যাওয়া হয়নি!
এইমাত্র, চড়ুইয়ের ঠোঁট থেকে কিছু গন্ধ নিয়ে গেল
নবীন বাবুইয়ের আগামীর মুখে দিতে,
আমিও এসেছিলাম এখানে, এক মুঠো আগুন নিতে!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন