এখনো দেখিনি যে নদী
অমিতাভ দাশ
এখনো দেখিনি যে নদী
দেখিনি দেখিনি
শুনেছি অপূর্ব অপূর্ব তার ঢেউ,
চাহনি গোধূলি থমকানো নাকি
সে তাকায়, তাকায় ঔৎস্যুক্যে যদি
বিদ্যুৎ নাকি শিহরায়...
এ ও বলেছে, বলেছে কেউ কেউ!
দেখিনি দেখিনি
শুনেছি অপূর্ব অপূর্ব তার ঢেউ,
চাহনি গোধূলি থমকানো নাকি
সে তাকায়, তাকায় ঔৎস্যুক্যে যদি
বিদ্যুৎ নাকি শিহরায়...
এ ও বলেছে, বলেছে কেউ কেউ!
শুনেছি আকুলতা ছাপায়
ছাপায় তন্ময় আঁখিপাতা তার
শুনেছি গালকে সাজিয়ে চুপ
পাপড়ি ও ফুলেরা
শুনেছি আবিষ্ট ঠোঁট
একটু থরথর মাতা, আর
এসব দেখেছে যারা
হারিয়ে গিয়েছে নাকি তারা
হাওয়ায় বিলিয়ে গন্ধধূপ!
ছাপায় তন্ময় আঁখিপাতা তার
শুনেছি গালকে সাজিয়ে চুপ
পাপড়ি ও ফুলেরা
শুনেছি আবিষ্ট ঠোঁট
একটু থরথর মাতা, আর
এসব দেখেছে যারা
হারিয়ে গিয়েছে নাকি তারা
হাওয়ায় বিলিয়ে গন্ধধূপ!
এখনো দেখিনি যে নদী
আমি কি ছোঁব, ছোঁব তাকে
শিহরণে শিহরণে?
আমি কি ভরাব তাকে তাকে
নতুন জোয়ারে, বানে?
আমি কি যুগপৎ
হবো তার
আকাশ ও মোহনা?
যে নদী দেখিনি এখনো, ঈষৎ
অচেনা?
আমি কি ছোঁব, ছোঁব তাকে
শিহরণে শিহরণে?
আমি কি ভরাব তাকে তাকে
নতুন জোয়ারে, বানে?
আমি কি যুগপৎ
হবো তার
আকাশ ও মোহনা?
যে নদী দেখিনি এখনো, ঈষৎ
অচেনা?
দেখিনি যে নদী এখনো
জানি চোখ
চোখে রেখে
পরালে...
নিবেদনের মালা
নিজেকে নিবেদনের সে ফুল গহনা
কয়েক জন্ম ধরে জমানো জমানো
আকুলতা ভরে তাকালেই,
চোখে ডাকলেই
সব ঢেউ নিয়ে হইহই
সে নদী ধরা দেবে
অপরিচিতা নয়, জন্মভূমিরই মতো
হবে সে খুব খুউব চেনা!
জানি চোখ
চোখে রেখে
পরালে...
নিবেদনের মালা
নিজেকে নিবেদনের সে ফুল গহনা
কয়েক জন্ম ধরে জমানো জমানো
আকুলতা ভরে তাকালেই,
চোখে ডাকলেই
সব ঢেউ নিয়ে হইহই
সে নদী ধরা দেবে
অপরিচিতা নয়, জন্মভূমিরই মতো
হবে সে খুব খুউব চেনা!
কখনো দেখবো যে নদী !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন