শনিবার, মার্চ ১৬, ২০১৩
  কবিতা
 
হনন মিলন চট্টোপাধ্যায়  
 বারবার সীস পাল্টালাম 
 শুধু আঁচড় পড়লো খাতায় ।
 কবিতা'র চিকিৎসা জানিনা বলে
 দৈব জানিয়ে গেলো -
 কলমে পক্ষাঘাত । 
মননের শীতঘুম এলে 
 অন্তহীন সূর্যের অপেক্ষায় থাকে কাল । 
 আজ থেকে -
 অন্ধকারের সমার্থক হল আলো ! 
প্রতীক্ষায় থাক্ ~ অলৌকিক জিয়োনো সকাল । 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
নাইস ...
উত্তরমুছুন