শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - তৈমুর খান


কথা না-রাখার সিলেবাস
তৈমুর খান


কোথায় লুকিয়েছিলি ? কেউ কথা রাখেনি

নরম ফাগুন মাসে বিলিকাটা চুলে
মেদুর বাতাস গেল শুধু ঢেউ তুলে

আমিও পথের মাঝে হাত তুলে দাঁড়াইনি
সমূহ নন্দিনী কাঁপে ভাগ্যলিপির জ্বরে
আমি শুধু একা রঞ্জন
পৃথিবীকে ছুঁড়ে মারি নিস্ফল গর্জন
সংকল্পের বারুদ পুড়ি এই যক্ষপুরে
কে কে হৃদয়ধর্ম ? অনন্ত পরিখা
নিস্তরঙ্গে নীল গর্জন
কয়েকটি কাঁটামাছ বৃশ্চিক দংশন
আর সব দাউ দাউ অসভ্য মঙ্গলশিখা
অস্তিত্বে বিপন্ন ঘুম চক্র অবিনাশ

দুর্ভেদ্য অচল গড়ে গড়াই বিপ্লব
বিপ্লবের লাশ শুধু নিয়ত অভিভব
এতদিন পরও কথা না-রাখার সিলেবাস !