শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - বেলাল আহমেদ

২০১৩
বেলাল আহমেদ


আমি তার বোয়ে যাওয়া দেখেছি বলে -

বলি এ রক্ত আমার, আমারই এই দগদগে ক্ষত।

হাতের ভেতর থেকে ফিনকি দিয়ে যে

তুলে গেছে আগুনের স্রোত;
তা ছোয়েছে হৃদয়,
এবার থামবেনা। দেখা হয়ে যাবে;

ধর্ষিতা বোনের শাড়িটি খোজে আমরা

রুদ্রকে দিয়ে আসবই আসব।