শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - কিরীটি সেনগুপ্ত

ধুলো পায়ে
কিরীটি সেনগুপ্ত

প্রণাম করতে থমকে গেছি। পায়ের বুড়ো আঙ্গুলে ধরেছ তাকে। যত্নে ধরেছ ধুলো
সব । তুলেছি মুহূর্তে। পায়ের ধুলো মাথায় করে ঘুরেছি কতো। পায়ে হেটে। ধুলো
পথে। ধুলো হব, লোভ ছিল। পায়ে পায়ে ঘুরব জেনে পেছন হাটা। এক পা, দু পা।

প্রথম শুরু পথের শেষে । ধুলো হইনি, ধরিনি পায়ে।


অঙ্গুষ্ঠ-প্রমাণ ধুলো-পায়ে বসে ছিল।