দুটি কবিতা - সূর্যস্নাত বসু
 সূর্যস্নাত বসু
 ডাকনাম 
 কিছুদিন স্বেচ্ছানির্বাসনের পর যখন 
 পিছন ফিরে আয়না খুঁজি, কোথায় যেন
 গ্রহণের জলে ডাকনাম সব গুলিয়ে যায় ।
 আমাদের ঝরনাতলার পুরনো দালানে আছে
 সারি সারি মাছ, পুঁটি তিমি । তাদের মতই
 তাদের মাঝে ডুব দিয়েছে মা বাবা, চেনা হাওয়া ,
 ফেডেড তকমা, সহজ হাসিরা ।
 কিছুদিন হাওয়াবদলের পর যখন সামনে এসে 
 বিস্কুট খাই, খণ্ড নামে ভাসতে থাকে
 অধ:ক্ষিপ্ত স্মৃতি --- চায়ের কাপে ।
 স্বর্গচ্যুত হয়েও তারা আমারই মত মর্তে অবিশ্বাসী ।
বিজনেসম্যান
 প্রথম যবে মোবাইল হাতে পাই
 কয়েক দিন বেশ বুড়ো আঙুলের এক্সারসাইস হত ।
 টেলি জিম ।
 এখন বিকেল ঠিক চারটের সময় পৌরসভা জল 
 সরবরাহ করে , আমার দায়িত্ব তা সংগ্রহের ।
 এক এক দিন, দিন ফুরোনোর দায়ে আমাকে 
 গ্রেফতার করা হয়, চলে সওদাবাজি তারপর 
 ঢ্যাংকুড়াকুড় পাপোশ বোনা ।
 রাতে ঘরে ফিরে ভাড়া গোনা, 
 তারা গোনা (বিঃ দ্রঃ মেঘমুক্ত হওয়া চাই) ইত্যাদি । 
 কিছু প্রকাশক কিছু শব্দ চেয়ে বসেছিল হঠাৎ
 আমার কাছে , ওয়ান্স আপোন এ টাইম ।
 কিছু প্রশাসক আমায় ফিরিয়ে দিয়েছিল বৃষ্টি 
 মেঘের আকাল সমেত । 
 কিছু রঙিন বালতি আর কিছু নেটওয়ার্ক 
 সটাং সিলিং-এ উঠেছিল, আমায় ধরবে বলে ।
 পেরেছিলও তারা আমার আঙুলগুলো কাটতে ।
 প্রথম যবে মোবাইল হাতে পাই
 কয়েকদিন বেশ বুড়ো আঙুলের এক্সারসাইস হত ।
 বেশ নস্টালজিক, বেশ টনটন করা মুহূর্ত
 স্ক্রিনসেভারে ......
 আজ শুধু একলব্য, আমি অধুনা হ্যান্ডিক্যাপড । 
 এই আঁধারে । 






khub sundor
উত্তরমুছুন