পিয়াস মজিদ-এর দুইটি কবিতা
ইতি সন্দীপন চট্টোপাধ্যায়
ফুলের বাগানে আর্তসুরভি;
ডেটলেও সারবে না এমন গুপ্তক্ষত।
রাতের রাস্তায় জোচ্চোর তারার সাথে
পাল্লা দিয়ে ফেরি করে বেড়াচ্ছি
পোড়া হিরোশিমা।
ভালোবাসি আরব গেরিলা,
ভালোবাসি সোনালি রুবির দিকে
অনন্ত হীরাযাত্রা।
এমন দেবগ্রস্ত
ক্রীতদাস-জনম
ক্রীতদাসী জনম!
মানুষজন্ম পেলে
আমার সব স্বর্গীয় অসুখ
ঠিক সেরে যাবে।
শিমুলপুর থেকে
হায় ঈশ্বরী, হায় গায়ত্রী,
অনুনয় ও সমর্পণের ভঙ্গিকে ভস্ম করে দিয়ে
বিনয় মজুমদার ছাই হয়ে যাচ্ছে।
সুনীল মাছের ওমে
কে শুষে নেবে
তোমার গায়ের শীত?
ফুল ও চকোলেটের ঘ্রাণে ভুলে যেও
আকাশের অলীক আশ্বাস।
মাঠে এত ভুট্টা ফলেছে
তবু কারও শব্দেরা যাবে না আর
লোডশেডিং কিংবা নক্ষত্রের দেশে।
দুই
শিমুলপুর
বিনোদিনী কুঠি
কার্তিকের মিহি কুয়াশায়
গায়ত্রীর ন্যায় চাঁদ।
পৃথিবীতে
অঘ্রাণের এমন অভূত ইন্দ্রজাল
ছড়িয়ে যায়
উন্মাদ বিনয় মজুমদার।
ফুলের বাগানে আর্তসুরভি;
ডেটলেও সারবে না এমন গুপ্তক্ষত।
রাতের রাস্তায় জোচ্চোর তারার সাথে
পাল্লা দিয়ে ফেরি করে বেড়াচ্ছি
পোড়া হিরোশিমা।
ভালোবাসি আরব গেরিলা,
ভালোবাসি সোনালি রুবির দিকে
অনন্ত হীরাযাত্রা।
এমন দেবগ্রস্ত
ক্রীতদাস-জনম
ক্রীতদাসী জনম!
মানুষজন্ম পেলে
আমার সব স্বর্গীয় অসুখ
ঠিক সেরে যাবে।
শিমুলপুর থেকে
হায় ঈশ্বরী, হায় গায়ত্রী,
অনুনয় ও সমর্পণের ভঙ্গিকে ভস্ম করে দিয়ে
বিনয় মজুমদার ছাই হয়ে যাচ্ছে।
সুনীল মাছের ওমে
কে শুষে নেবে
তোমার গায়ের শীত?
ফুল ও চকোলেটের ঘ্রাণে ভুলে যেও
আকাশের অলীক আশ্বাস।
মাঠে এত ভুট্টা ফলেছে
তবু কারও শব্দেরা যাবে না আর
লোডশেডিং কিংবা নক্ষত্রের দেশে।
দুই
শিমুলপুর
বিনোদিনী কুঠি
কার্তিকের মিহি কুয়াশায়
গায়ত্রীর ন্যায় চাঁদ।
পৃথিবীতে
অঘ্রাণের এমন অভূত ইন্দ্রজাল
ছড়িয়ে যায়
উন্মাদ বিনয় মজুমদার।
3 comments:
বেশ ... ভালো লাগলো।
‘এমন দেবগ্রস্ত
ক্রীতদাস-জনম
ক্রীতদাসী জনম!
মানুষজন্ম পেলে
আমার সব স্বর্গীয় অসুখ
ঠিক সেরে যাবে।’
‘সুনীল মাছের ওমে
কে শুষে নেবে
তোমার গায়ের শীত?’
ভালো লাগলো।
খুব সুন্দর!
একটি মন্তব্য পোস্ট করুন