শনিবার, মার্চ ১৬, ২০১৩
  কবিতা
 
বাঁচা মরা সতীশ বিশ্বাস   
যে কথাটা উঠে আসে কন্ঠের নালিতে-ফেরত পাঠাই  
যে দৃষ্টি দিয়ে দেখি ঘটনার মুখ-নিমীলিত করি 
আমার হাতের করতলে আঙুলেরা মূক ও বধির 
আমার পায়ের পেশি খসে খসে পড়ে 
আতংকের তাপে -আমার  বোধ ও মেধা 
শূন্যে উবে যায় 
আমার সমস্ত অধিকারে 
ঢ্যাঁড়া চিহ্ন এঁকে দিয়ে আজ 
দিব্যি আছি  বেঁচে কিম্বা মরে।   
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
ভালো লাগলো।
উত্তরমুছুন