সেই কত দিনমনোরঞ্জন রায় বর্মণ     আজ বহু দিন হলো বৈশাখ পার হবার
 মিষ্টি আমের গন্ধ কিছুটা মনে আছে-
 আছে তোমার ছোঁয়ারো কিছু স্বাদ।
 সেই থেকে চলে গেছ হোস্টেল
 আমাকে রেখে গ্রামে একা,
 পথ চলার বামের গাছ গুলো আজও
 সারি সারি চেয়ে দেখে আমি একা।
 কচি পাতা চেয়ে থাকে তোমার আমার জন্য... 
 
 
ভালো লাগলো ...
উত্তরমুছুন