কিংখাব
সুমন্ত চ্যাটার্জী
নোনা আঁধার জ্বলনে
অলিগলি সুপারনোভা অভিযান।
আকাশটা বড্ড পুরু
আর আঁশটে
পতঙ্গেরা যেমন ছোঁয়ায় বুঝি
কিছুটা বানানো চারিদিক।
চামড়া আর কাঠের মাঝে
মিহি ধুলোর দেশ-ঘাম নয়।
শক্ত আশ্বাসের মোহজাল
আধটু নরম
হামাগুড়ি উঠে দাঁড়ানো
বাবার ভরসা হাত।
চূড়ান্ত শব্দের অবুঝ
কোথাও হাসি লেগে ছিল কিনা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন