শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - রিংকু চৌধুরী


রিংকু চৌধুরী

অস্তিত্ব


দুটো বাড়ির মাঝখানে যে
রাস্তায় জঞ্জাল স্তুপ আর জলের কল
সে রাস্তা জানে ,বাড়ি দুটোর যৌবন
মুখোমুখি দাঁড়িয়ে পচে গেছে
ওদের জানালার কাঁচে ঘর বোনে
মাকড়সার লালা,
আর দেওয়ালের শরীরে
নোনা ধরা অন্তর্বাস
এসব আঁকড়ে সতীত্ব মুখ ফিরিয়ে
রোজ রাতে ঘুমাতে যায়।।