দেশভাগ নিয়ে
আসমা চৌধুরী
এই যে ভাগাভাগি,নির্ভরতার গল্পগুলি
রাজস্থান,উড়িষ্যা,বিহার,মধ্যপ্রদেশ,আসাম,ত্রিপুরা
এই যে রাজশাহী,দিনাজপুর,বরিশাল,নোয়াখালী
মানুষের পথের চিহ্ন,বাড়িঘর
প্রিয় মেয়েটির স্মৃতি,কাঁঠালগাছের ছায়া...
হিন্দু - মুসলমান, হিন্দুরক্ত,মুসলিমরক্ত
সহকর্মী হত্যার দাঙ্গা
দেশভাগ...
ঠিকানার মায়াকে ঘিরে পাখি ওড়া
কোথায় ফিরে যাওয়া,কোথায় হারানো স্বজন
মানুষের ভাগাভাগি আজও চলছে...
আমার যা যা লাগে
আসমা চৌধুরী
হাতের কাছে পেন্সিল পেলে খুব ইচ্ছে করে কামড়ে খাই
কেন সে যাতনার ছবিগুলো আঁকতে গিয়ে এঁকে ফেলে বর্ষাকাল,
হাতের কাছে টমেটোর সস চাই,সাদা রুমাল চাই
রক্তরাঙা সস ঢেলে ঢেকে দেব সব সাদা জমিন।
তুমি তো পারোনি পেন্সিল,এত রক্তপাতের কালসে
লাল ফোটাতে?
সাদা রুমালের শিশুরা আজ কী বিপন্ন গাজায়...
আমার যা দরকার কেউ কী ফিরিয়ে দিবেন মুগ্ধতা?
হারিয়ে ফেলা বিশ্বাস?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন