মঙ্গলবার, এপ্রিল ০২, ২০১৩
  কবিতা
 
 উত্তর-ফাল্গুনীঅলকেশ দত্তরায় 
 অতঃপর; পোস্ট-মডার্ন সময়ে
 তোমার রঙীন উত্তরীয় খোলার ছল।
 
 ফাগুন হাওয়ায়
 রাধার ধার্ষণীক লীলার
 চমৎকারা মহরত চলছে
 -বৃন্দাবনে-নাইটক্লাবে-বাসে-রাস্তায়-
 
 সবার রঙে রঙ মিশিয়ে
 যুবসমাজ আজ একাগ্রচিত্ত জাগ্রত।
 
 হোলি হ্যায়! 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন