সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

কবিতা - পীযুষকান্তি বন্দ্যোপাধ্যায়

 


কবিতা 

পীযুষকান্তি বন্দ্যোপাধ্যায়

 

কবিতা

 

কবিতা জানে না তার কোনদিকে যাওয়া দরকার

নাগরিক ভিড়ে নাকি জনহীন, গেঁয়ো কোনো আলে

কবিতা জানে না কেন, কী এমন ক্ষতি হবে কার

কোথাও না গিয়ে শুধু পথ ভুলে থমকে দাঁড়ালে।

 

সুখী ভেবে ঘৃণা করে তাকে যত অসুখী বালক

আবার অসুখী ভেবে সুখী যারা দুয়ো দিয়ে যায়।

কেউ তার পাশে বসে যেন কত চেনাশোনা লোক

কেউ বা অশুচি ভেবে নিরাপদ তফাতে দাঁড়ায়!

 

অবোধ বোঝে না এত। কী ঘৃণা, কী বিষাদ-বিলাস

কী সরল, কী দুরূহ, কী সাধন, বোঝে না সে হায়!

সে শুধু মানুষ দেখে। মাটি দেখে, মেঘ, জল, ঘাস,

আর হাঁটে। যেতে যেতে মাঝেমাঝে থমকে দাঁড়ায়।

 

থমকায় চেনা চাঁদ। থমকায় অচেনা পাগল

আড়মোড়া ভাঙে; জাগে ঘুম থেকে উপোষী কিষাণি

কাকভোরে, তারপর অভিমানে গাঢ় হলে জল

ধীরেধীরে নেমে আসে কুয়াশার শামিয়ানা-খানি।

 

 

 

বিয়ের গান ইয়ের গান

 

বেদে হোক, কেঁদে হোক,  স্থানকাল-ভেদে হোক।

খোলাখুলি কোলাকুলি, বাঁধা-হাত বেঁধে হোক।

 

দানে হোক, মানে হোক, ঠাকুরের গানে হোক

বাতাস পোয়াতি করা মাটনের ঘ্রাণে হোক।

 

গম্ভীর মন্ত্র বা সানাইয়ের সুরে হোক

কোরাসের সিটিতে বা 'হিপ-হিপ-হু'রে হোক।

 

প্রিন্সেপ ঘাটে হোক, ইডেনের মাঠে হোক

সিঁদুর-লেপানো কোনও গেঁয়ো চৌকাঠে হোক।

 

দূরে হোক, কাছে হোক, বোঁদে আর মাছে হোক

মস্তি, বাওয়ালি আর নাগিনের নাচে হোক।

 

পশ্চিমে, পুবে হোক। বিষম ও উভে হোক।

অথবা সম সম-তে জল খেয়ে ডুবে হোক।

 

সাধে,  প্রতিবাদে হোক। মঙ্গলে, চাঁদে হোক

চোখে চোখ না মেলালে শুধু কাঁধে-কাঁধে হোক।

 

কুলশীলমানহীন বান্ধবী দামী হোক

ডাকাবুকো সহপাঠী পোষ-মানা স্বামী হোক।

 

আগুন আর ঘিয়ে হোক। বিনিময় ফ্রি-য়ে হোক।

সুখী যারা, ডিহি-ছাড়া; সকলের বিয়ে হোক।

3 comments:

নামহীন বলেছেন...

দুর্দান্ত

নামহীন বলেছেন...

সরল, সুন্দর। দ্বিতীয়টি জাস্ট wow!

নামহীন বলেছেন...

এবং সাবলীল ছন্দ।