কবিতা
জুবিন ঘোষ
স্বর্গের অনন্ত কেক
জুবিন ঘোষ
ঘরের ভেতর ঘাড় ভেঙে কেউ বলল
আজ জন্মদিন
#
আজ যে সব বাঞ্চোতদের জন্মদিন
তারা ভিন্ন বাকিরা ফ্যা ফ্যা দেখছে কেকগুলো
আর আমরা মুখের যোনি ফাঁক করে
গ্লাস ধরে বলছি হুল্লাস হুল্লাস
#
দেখতে দেখতে পেচ্ছাব দিয়ে ভিজিয়ে দিচ্ছি
টকটকে গাছের মাথা, ফ্যাকাসে গাছের মাথা
মাথায় মাথা নেই – হুল্লাস
হুল্লাসে অনন্ত বিষ্ণু, হুল্লাসে স্বর্গ
স্বর্গের অনন্ত কেক, ক্রিম চাটতে চাটতে বলছে
আয়রে উজবুক একটু আদর করি
তারপর স্বর্গ এক মহান গর্ভ
তারপরেও জন্মদিন একটা মহান বস্তু
#
দেখতে দেখতে পেচ্ছাব দিয়ে ভিজিয়ে দিচ্ছি
কবিদের বিছানা, এ আমার অনন্ত সুযোগ
টকটকে গাছের মাথা, ফ্যাকাসে গাছের মাথা
মাথায় মাথা নেই –হুল্লাস
কবিদের বিছানা নেই – হুল্লাস
মহীতল এখন নেই – হুল্লাস
যা কেবল কেক ও ক্রিমের যুদ্ধ, শেয়ালের শ্বাস,
শেয়ালের চুমু আমায় দিলে মহীতলে কত পাপ ধুয়ে যায়
আদরের চাদর, তাতে বাঘের থাবা – যাতাযাত হুল্লাস
#
আজ যে সব বাঞ্চোতদের জন্মদিন
তাদের সব মাথা এক,
তাদের জন্মদিন-মৃত্যুদিন এক --
তাদের উদ্গীড়ন এক, তাদের উৎপীড়ন এক
#
দেখতে দেখতে পেচ্ছাব দিয়ে ভিজিয়ে দিচ্ছি সব
তারপরেও জন্মদিন একটা মহান বস্তু – হুল্লাস
ভিজে যাওয়া গাছের পাতা, পাতার নিচে পিষে যাওয়া মানুষ
বাপুজি কেক কাটতে কাটতে সবাই টপাটপ মরে যাচ্ছে
টকটকে গাছের মাথা, ফ্যাকাসে গাছের মাথা
হুল্লাসে অনন্ত বিষ্ণু, হুল্লাসে স্বর্গ
স্বর্গের অনন্ত কেক, ক্রিম চাটতে চাটতে বলছে
আয়রে উজবুক একটু আদর করি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন