সোমবার, ১ অক্টোবর, ২০১২

পাভেল আল ইমরান

মানুষের মাংস

মাংস কিনি, প্রতিদিন মাংস কিনি হাটে

থরথরে সাজানো গোছানো, তাকে তাকে
দেরহাম দিয়ে মাংস কিনি, তরতাজা
মানুষের মাংস। কোচরে রেজগি বাজে
পেটে ভদকার ধোঁয়া, বাংলা চোটি বই
এপিটাইজার জিবে রুচির ঝুলন্ত
বাবুই বাসার শিল্প। বগলের গন্ধে
পারফিউমের থাবা, ক্লান্তি নির্বাসনে
একটা ঘোরের অস্থি, নিরুত্তাপ নীতি
কিছু নাস্তিকতা, সববৈধতা নিষিদ্ধ
মাজার ব্যথাটা উবে কর্পূরের তেল
রেজগির ওজন এতটা কমে গেল!
কসাইয়ের ওয়ান টাইম মাংসের
প্যাক, হাতে তুলেনিই হাড়ের গোঙানি