সোমবার, ১ অক্টোবর, ২০১২

শিশির ভট্টাচার্য

শীত পোহালে নতুন পাতা

শীত পোহালে
নতুনপাতা
অঙ্গীকারের হলদে কুঁড়ি
পেছন পটে গোলাপচারার
ঘুম ভাঙ্গা নীল ইচ্ছেগুলো 
--ঝরে।।

ছলকে পড়ে
পথের বাঁকে
স্মৃতির মতো ভীষণ পাহাড়
অভ্রভেদী নিজের ছায়ায়
পটভূমির আকাশগুলো
--পোড়ে।।

রূপকথাতে
যায় না ছোঁয়া
পোষ মানানো অনেক আসা
তোমার মতো কিংবদন্তি
পলক দেখা ঘুরন সিঁড়ির
--বাঁকে।। 
 
(পুনঃপ্রকাশিত)