প্রলাপ
এই কবিতা গুলি পঠিত হবে না কোন দিন।
যথেষ্ট ভিক্ষে আর ছোটোখাটো ছিনতাই শেষ হবার পর
উৎসবের ভিড় থেকে দূরে ঝুপ্পুস অন্ধকারের ভেতর
জমা টাকায় কিনে আনা নেশায় ধুঁকতে থাকে
যেমন কোন নাম না থাকা লোক,ঠিক সেরকম
এই কবিতা গুলি শরতের সুগন্ধি রাতে ঝরে ঝরে যাবে।
এই কবিতা গুলি পঠিত হবে না কোন দিন।
সমস্ত খদ্দের চলে গেলে অনেক রাত্তির পার করে
বৌদির কাছে টাকা বুঝে নেওয়া শেষ হলে পরে
ঝুঁকে ঝুঁকে হেঁটে যাওয়া কোন নাম না থাকা লোক
যেমন আর খোলে না কোন ভোরে, ঠিক সেরকম
এই কবিতা গুলি শরতের উদাস সন্ধ্যায় মুছে মুছে যাবে।
এই কবিতা গুলি পঠিত হবে না কোন দিন।
যথেষ্ট ভিক্ষে আর ছোটোখাটো ছিনতাই শেষ হবার পর
উৎসবের ভিড় থেকে দূরে ঝুপ্পুস অন্ধকারের ভেতর
জমা টাকায় কিনে আনা নেশায় ধুঁকতে থাকে
যেমন কোন নাম না থাকা লোক,ঠিক সেরকম
এই কবিতা গুলি শরতের সুগন্ধি রাতে ঝরে ঝরে যাবে।
এই কবিতা গুলি পঠিত হবে না কোন দিন।
সমস্ত খদ্দের চলে গেলে অনেক রাত্তির পার করে
বৌদির কাছে টাকা বুঝে নেওয়া শেষ হলে পরে
ঝুঁকে ঝুঁকে হেঁটে যাওয়া কোন নাম না থাকা লোক
যেমন আর খোলে না কোন ভোরে, ঠিক সেরকম
এই কবিতা গুলি শরতের উদাস সন্ধ্যায় মুছে মুছে যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন