সোমবার, ১ অক্টোবর, ২০১২

রিষিণ পরিমল


বিভাবনা


আলো নেই
আলোবন্ত দিন দূরের শঙ্খচিল আবাবিল
ভাবনারউদার জমিনে রাত্রির ধারাপাত

ইস্টিশানেদূরে লাহিনীমোহনপুরে
বাঁশিবাজে বাঁশি শোনা যায়
ট্রেনের হুইসেলে
রাত্রিরদরজা খোলে হেমন্তের সোনারঙ হাত

এইখানে নদীপাড়ে
হেমন্তের সংসারে
শরতের ওমে বেড়ে ওঠা কাশ
কাশফুলে বকফুলে
শীতেরশীর্ণ শ্বাসের অভিসম্পাত

আরজল
আর জমিনের আয়ু
আত্মঘাতীরাতের সীমানার সম্পর্কে মেশে
তবুওনির্নিমেষ রক্তাক্ত ক্রুশে
ভাবনারছাঁদে বাসা বোনে ষড়মাত্রিক জলবায়ু