সোমবার, ১ অক্টোবর, ২০১২

ফয়সল অভি




বুক থেকে হাতে ছুড়ে দিলে আয়না হাওয়ায় রেণুর সংসার
দানায় দানায় মুখচ্ছবি ভাসে সমুদ্র তার বুকে নিঃসঙ্গ শাপলা
ভোরের ঘুম পাঁপড়ি মিশে এক টুকরো প্রেম
মেলতে মেলতে ভালবাসা কুয়ো কখন শুকিয়ে সাক্ষী ইতিহাস পাথর
প্রতি অন্ধকারে নিস্তব্ধ গমন প্রাণের মহৎ শিশির সিক্ত পর্বত পাশে মরু পথ
পার হয়ে পুকুর কাঁধে যদি চেপে বসি, এইবার ছুড়ে দিলে লাফায় এক চঞ্চল ব্যাঙ
বেদম বিষাদে মুক্তার আজান আমাকে করেছিল ঝিনুক