সাধ (২)
বিশুদ্ধ খানিকটা আকাশ চাই আমার...
কিনতে চাই এক কাঠা পরিশুদ্ধ আকাশ -
এই কলঙ্কিত আকাশে আজ ঘুড়িরা ওড়েনা -
উড়ে আসেনা পাখিরা দক্ষিন মেরু থেকে -
যুদ্ধ বিমানে ছেয়ে গেছে মেঘেদের রঙ -
সুর্যের ঝাঁঝাঁলো আলো, কার্বনে পোড়া চোখ, আর
মুমূর্ষু কবিমন নিয়ে আমার এক কাঠা আকাশ কেনারসাধ !
বিশুদ্ধ খানিকটা আকাশ চাই আমার...
কিনতে চাই এক কাঠা পরিশুদ্ধ আকাশ -
এই কলঙ্কিত আকাশে আজ ঘুড়িরা ওড়েনা -
উড়ে আসেনা পাখিরা দক্ষিন মেরু থেকে -
যুদ্ধ বিমানে ছেয়ে গেছে মেঘেদের রঙ -
সুর্যের ঝাঁঝাঁলো আলো, কার্বনে পোড়া চোখ, আর
মুমূর্ষু কবিমন নিয়ে আমার এক কাঠা আকাশ কেনারসাধ !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন