সোমবার, ১ অক্টোবর, ২০১২

বৈদূর্য্য সরকার

বাঁধা পড়ে আছি

দু’গালে রঙমাখা সং সেজে থাকতে হয়
তাড়স্বরে বলে যেতে হয়– ‘জো হুজুর’,
নেহাতই সাধারন সব ব্যাপারে থেকে যাচ্ছি পরাধীন
ভবিষ্যতের দু’মুঠো রঙিনজীবনযাপনের লোভে
কাঁধে বাঁক নিয়েছি,একটায় পাপ অন্যটায় পুণ্য
দু’ঘড়া জলনিয়ে ব্যালান্স করতে করতে চলেছি
যে পথ ফুরোবার নয়,পৌঁছেও ফিরবো এই ভেবে
মায়াবন বিহার শেষ করে কবে আসবি,
ছিঁড়ে দিবি গিটারের তার, ভেঙে দিবি বাঁশি...
সেই আপেক্ষায় বসে আছি দোকান সাজিয়ে।