সোমবার, ১ অক্টোবর, ২০১২

হিমাংশু বাগ

প্রান্তিক সময়

ভায়োলিনের সুরটা বেশ চলছিল
হঠাৎই আলতো চুমুর ঘর্ষণ থমকাল;
সাথে তীব্র কণ্ঠে প্রতিবাদ
সহ্য করব না তোমাদের অত্যাচার,
আমাকে নিঙড়ে সুর বের করার,
কারণ, তোমাদের
প্রান্তিক সময় এসে গেছে।

হাতে জ্বলন্ত রঙ মশাল
হঠাত্
দপ করে উঠল যেন
শেষ হওয়ার তীব্র প্রতিবাদ
আর কতদিন?
কতদিন আমি পথ দেখাব
এবার নিজেরা পথ দেখ
কারণ;
প্রান্তিক সময়টা যে দোরগোড়ায়।

জীবনটা চলছিল বেশ কাব্য ছন্দেই
হঠাত্ই
বুকের বাম দিকটায় চিনচিনে ব্যথায়;
দুর্নীতিগ্রস্হ জীবনে হৃত্স্পন্দনের
ছন্দপতন,
যেন ছোট্ট একটা বার্তা
বিপ্‌বিপ্‌করে মস্তিষ্কে জানান দিচ্ছে,
সাবধান
প্রান্তিক সময় কড়া নাড়ছে।

বিধ্বংসী পরমানু বোমাটা প্রায় তৈরি
আর মাত্র একটা ধর্ষণ
পৃথিবীর যে কোন প্রান্তে
শুধু ধর্ষিতার তীব্র চিত্কারের অপেক্ষা
পরমানু বোমার নিঃশব্দ আস্ফালন,
আর ছোট্ট স্ট্যাটাস বার্তা
আমি এসে গেছি;